Articles

ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদকঃ- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সর্ববৃহত অনলাইন ভিত্তিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "ছোট্ট মনুদের জন্য ভালবাসা" Love for Children এর নতুন কমিটি গঠন হলো।
সংগঠন সূত্রে জানা যায় যে, করোনা মহামারীর কারনে গত কমিটির মেয়াদ উত্তীর্ন হবার পরেও দির্ঘদিন কমিটি গঠন সম্ভব হয়নি। করোনার ভয়াবহতা যখন একটু নিম্নগতি তখনি সকলের সাথে আলোচনা ক্রমে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সে সিদ্ধান্ত মোতাবেক মোঃ হাফিজুর রহমান সোহাগকে সভাপতি, মোঃ সোহেল মৃধাকে সাধারন সম্পাদক এবং মোঃ আনিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এছাড়াও সহ সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আলআমিন, মোঃ মোস্তফা সিকদার এবং বিডিএম সাইফুল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে রয়েছেন রিফাইতুল ইসলাম রাজু, মোঃ রাসেল খান, মোঃ টুকু মিয়া, মোঃ পরাগ আহম্মেদ, সংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছে, আসলাম হোসেন মামুন, রাহাত হোসেন, হানিফ মাতুব্বর এছাড়াও দপ্তর সম্পাদক- জেএম ইব্রাহিম জাকির, প্রচার সম্পাদক- সবুজ হোসেন, গন-সংযোগ সম্পাদক- মোঃ আলআমিন, আইন বিষয়ক সম্পাদক- মোঃ ফয়সাল আকন, সমাজ কল্যান সম্পাদক- মোঃ রাকিব খান সঙ্গীত ও মিরাজ মোল্লা, শিক্ষা ও সাহিত্য-
তরিকুল ইসলাম রিক, তথ্য ও গবেষনা- এমআর মনির ও তরিকুল ইসলাম মিল্টন, ক্রীড়া সম্পাদক-মোঃ বেলায়েত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক- মোঃ সোহেল খান, বন ও পরিবেশ- মোঃ মহারাজ শিকদার, বিজ্ঞান ও প্রযুক্তি- মোঃ রুবেল হোসেন মামুন এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মোঃ মঞ্জুরুল ইসলাম, এইচআর সুমন, মোঃ জসীম, মোঃ কামরুল ইসলাম, মোঃ পারভেজ হোসেন খান, আরিফুর রহমান জাবের, মোঃ মাইনুল হক, মোঃ রিয়াজ অর্নব, মাহমুদ মিলন পহলান, মোঃ কবির হোসেন, নবী হোসেন শিকদার ও শামীমুল হোসেন কে নিয়ে কমিটি ঘোষনা করা হয়।
সংগঠনের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান (চলতি দ্বায়িত্ব) আবুধাবী প্রবাসী মোঃ আবু জাফর শেখ প্রতিনিধিকে জানান যে, সদস্যদের কার্যক্রমের উপর ভিত্তি করে এবং আগামী দিনে যেন সংগঠনের কার্যক্রম আরো উৎসাহ উদ্দীপনার সহিত অগ্রসর হয় সে দিকে ভেবেই অত্র কমিটি গঠন করা হয়েছে। আমি অাশাবাদী সংগঠনটি আগামী দিনে নতুন কমিটির মাধ্যমে আরো দ্রুত অগ্রসর হবে। এছাড়াও সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য জনাব মনির হোসেন প্রতিনিধিকে জানান যে, সম্মেলন প্রস্তুত কমিটির নিবিড় পর্যবেক্ষনের পরে অত্র কমিটি গঠন করা হয়েছে। আমরা আশাবাদী তারা সংগঠনকে সুশৃঙ্খল ভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য যে সংগঠনটি দীর্ঘদিন যাবত মঠবাড়িয়া উপজেলা ব্যাপী অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে কাজ করে যাচ্ছে।